স্মৃতির প্যাণ্ডেল

চৈতী চ্যাটার্জ্জী (কলকাতা)

হঠাৎই মনমরা আজ সাঁঝবেলাতে
দিন আর মাসের হিসেব কষে,
বাড়ছে ক্রমেই মনের বয়স
পূজার খুশি তাই ফ‍্যাকাশে।

গোটা দুয়েক সস্তা নতুন জামা
তাতেই ভাবা সব পেয়েছির দেশ,
বায়না বলতে একটি গোটা এগরোল
পূজার পরেও কাটতোই না রেশ।

পাড়ার পূজা,অঞ্জলি আর
আড্ডা দেওয়া রাতের বেলায়,
সোনালী সময় স্মৃতিতে শুধু
এখন বুঝি হারিয়ে হেলায়।

পূজা মানে সেই চোখে চোখে প্রেম
এখন নেই কোথাও সেই উন্মাদনা,
ভোগ খেতেও শুনি সম্মানে লাগে
হারিয়ে গেছে চিরচেনা বাঙালিয়ানা।

আকাশ জুড়ে মেঘের ভেলা তাও
বাঙালি ভুলেছে বাড়ি ফেরার টান,
আবেগ বদলেছে সাহেবি কায়দায়
বোধনেই তাই বিসর্জনের গান।

ঠাকুর দেখাটা নাকি নেহাতই ছেলেমানুষী
আমি বরাবরই কম বুঝি সুখ-বৈভব,
অলীক স্বপ্ন দেখা বোকাদের কাজ তাই
ছুঁয়ে দেখা হলোনা আমার প্রিয় শৈশব।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )