স্বাধীনতার সত্ত্বা
তিতলী রায় (কলকাতা)

বহু রক্তক্ষয়ের পর দেশমাতৃকা হয়েছে স্বাধীন
দিকে দিকে আজ জয়ধ্বনি বন্দে মাতরম,
কত শত প্রাণের বলি দানে এসেছে
মুক্তির স্বাদ স্বাধীনতা তোমাকে জানাই স্বাগতম।
বিদেশি শক্তি করেছে শাসন অত্যাচারে জর্জরিত
নিত্য নতুন যন্ত্রণায় ফালাফালা ধরনীর বুক,
বিনয় বাদল দিনেশ, আরও আছে সূর্য সেন
মনে পড়ে ছোট্টো ক্ষুদিরামের সেই মুখ।
স্বাধীনতা তুমি হৃদয়ের স্পন্দিত জীবন্ত প্রতিচ্ছবি
তোমাতেই বাঁচে হাজার স্বপ্ন জাগে আলো,
শত ক্ষতের ওপর ভালোবাসার মলমের প্রলেপ
বাঁচার আশার প্রদীপ জ্বালিয়ে নিশ্চিহ্ন করে কালো।
পতাকার ত্রিবর্ণ রঙ বলে হাজার কথা
সমগ্র মহাবিশ্ব জ্বলজ্বল করে স্বাধীনতার জয়গাঁথা,
ধুলায় হবে না লুন্ঠিত সদা পাহারায় সন্তান তব
গর্বিত আমরা ভারতবাসী হবেনা নত মাথা।
ভুলিনি আজও তাদের প্রতিদান, ভুলবো না কোনোদিন
স্বর্ণাক্ষরে খচিত থাকবে চিরকাল তাদের নাম,
” তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো “
একথা মনের অন্তঃপুরে থাকবে লেখা খাম।
স্বাধীনতা তুমি অস্তিত্বের লড়াইয়ে সবার হৃদয়ে রাজ
কেটে গেছে ৭৯ বছর তবুও তুমি নবীন,
তব চরণ তলে জানাই মোরা প্রণাম
একসঙ্গে এসো সবাই মিলে বলি বন্দেমাতরম স্লোগান।