ফিরে এসো

সোমা নায়ক (কলকাতা)

কোন একদিন, কোনো এক ভোরে, পুরনো ব্যথার মতো
যদি পারো শুধু একবার তুমি – ফিরে এসো অন্তত।

বেশি কিছু দাবি করিনি কখনো, খুব বেশি হলে চাই
হাত ধরে যাব বহুদূরে হেঁটে- তোমাকে যদি বা পাই।

কিছু ভুলচুক বলবে তুমিও, অভিমানে স্বর চেপে
মেনে নেব আমি মাথা পেতে জেনো, কথা হবে খুব মেপে।

আমারও তো আছে কত কী বলার, ভেবেছি বলবো কিছু
তোমাকে শোনাব বলেই হেঁটেছি- জীবনের পিছুপিছু।

প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম তো আরও কত কী
একে একে সব ছবির মতোই মনে আসে ভেসে ঠিকই।

সেসবও বলবো। যেদিন আমরা হেঁটে যাব একসাথে
মনে রেখো, আমি চেনা ডাকনামে ডাকব সেদিন তোমাকে।

সাড়া দেবে বলো? কথা দাও। নাকি করবে অচেনা ভান?
ফেরাবে ও-মুখ বিপরীত দিকে? আজও এতো অভিমান!

ভাঙা খেলাঘর পড়ে আছে আজও, ঘরামির খোঁজে হন্যে
যদি কোনদিন ফিরে আসো তুমি, অপেক্ষা তার জন্যে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )