অনুরাগ

তনুশ্রী সামন্ত (ডেবরা, পশ্চিম মেদিনীপুর)

হঠাৎ কেমন বদলে গেলাম আমি,
হঠাৎ কেমন ফুটছে ফুলের কুঁড়ি!
যে কুঁড়িটা শুকিয়ে ছিলো প্রায়
বলছে সেও পাপড়ি মেলে উড়ি!

পাপড়ি মেলে উড়ে কোথায় যাবো?
সেই যেখানে ফুল পরীদের দেশ?
সেই যেখানে স্বপ্ন দেখাগুলো
কোনো দিনই হয়না নাকি শেষ!

সেথায় গিয়ে পরবো আলোর মালা,
অঙ্গে নেবো পরাগ মাখা শাড়ি!
খোঁপায় দেবো পারিজাতের ফুল,
পরবো হাতে ইন্দ্রধনুর চুড়ি!

উড়তে উড়তে পেরিয়ে যাবো মেঘ…
পেরিয়ে যাবো গাঢ় সবুজ বন…
পেরিয়ে যাবো নীলচে সমুদ্দুর…
উড়েই যাবো,যেথায় যায় এ মন!

মনের তখন হঠাৎ কী যে হবে!
পড়বে নেবে তোর উঠোনের রোদে!
হয়তো তখন থাকবি না তুই বাড়ি
আসবি যেন ঘন্টাখানেক বাদে!

আমায় দেখে অবাক হবি খুব!
বলবি…”তুই! কেন এমন সাজে?”
কেমন করে বোঝাই তোকে আমি
রাঙা এ মন তোরই অনুরাগে!!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )