সবুজ মিছিল

প্রণব মাহাত (ঝাড়গ্রাম)

থাক না সেসব কথা, বকবক করে লাভ কি,
দু’দন্ড জিরিয়ে নিলে ক্ষতি কিসের!
না হয় রাত ফুরিয়ে গেলে আবার নামবো পথে।
আমি জগতে থাকতে চাই,কিন্তু জগৎ আমাকে
জগতে থাকতে দেয় না…
আলোর পথের যাত্রী আমি,তবুও আলোতেই ভয়।

এই যাত্রা শেষ হলে,বাগান বানাবো লতানো গাছের,
ফিনকি দিয়ে সবুজ ছুঁবে আকাশ…
পাতায় পাতায় হরিৎ পতাকা বানাবো,
লাল ফুলে গড়বো রক্তিম সূর্য।
চাঁদের পাহাড়ে বানাবো সবুজ ধানের খেত-
না হয় কষ্ট হবে,আমার কোনো ক্লান্তি নেই, ক্ষতি নেই বাউল সাজতে।

আমি ঈশানের মেঘ ভালোবাসি, ভালোলাগে কৃষ্ণচূড়ার রঙ
যে শান্তি হীরার,তাকে উপেক্ষা করে লাভ কী?
যেখানে মর্মে মর্মে স্বাধীনতা, সেখানেই কর্মে নবাগত প্রাণ।

নীল ঢেউ, শুভ্র তুষার, সবুজ ঝর্ণা আর অথৈ শান্তিনিকেতন–
নিঃশ্বাসে কান পাতলেই রুচিবোধ মেলে, বাকি অজুহাত–
কিছু কথা বাহুর নাগালে নেই, অথচ সূর্যের মতো সত্য।

হৃদয় স্রোতোপ্রভা হলে ছোঁয়া যায় দারুচিনির দেশ…
চঞ্চল অভিমান আছড়ে পড়ে জীবনের সিঁড়ির ধাপে ধাপে,
থৈ থৈ ঊর্মির জলে বেজে উঠুক ভাটিয়ালি সুর–
মৌন ব্যস্ততার মাঝে বিকিকিনি জীবন।

তুমি জল দাও আমার শিকড়ে, পৃথিবীকে ভরে দেবো ফুলে।
বন্ধ কর নির্বোধ যাতায়াত…
বন্দুকের ঝুঁকি কমিয়ে হৃদয়ে জাগ্রত হোক সবুজ মিছিল…
             

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )