খোঁজ
প্রণব মাহাত (ঝাড়গ্রাম)

আমি রোজ শান্তি খুঁজি…
মাথানত করি ঈশ্বরের পায়ে, মাথানত করি মাটির গায়ে।
আমারো মৃত্যু হবে একদিন শান্তিতে অথবা চরম উদ্বেগে
তবুও মৃত্যু-ভাবনা নৈব, নৈব চ!
কবিতা, তোমার সাথে থাকতে ভালোলাগে
আগাগোড়া তোমাকে সাজাতে ভালোলাগে
শব্দমালার জাহাজ ভাসিয়ে কল্পলোকে বেড়াতে ভালোলাগে
শেষ রাতের কলম ও মগজের যুদ্ধ বেশ চমকপ্রদ।
সব ভালোলাগা আমাকে ছুঁয়ে যাবে – এমন ভাবনা অযৌক্তিক,
এক হাত শূন্য জলে বারে বারে মারি জালের চাবুক
কনকনে ঠান্ডা গ্রাস করে আমার আঙুল
মাথানত করে ফিরি চৌকাঠে; মনে দারুন আগুন।
ভালোবাসা রোজ মরে আমার গভীরে…
ঠাঁই বসে ভাতের গন্ধ মাখি; অরাজক পাখির ঠোঁটে ভাতের দাগ
কবিতা, তোমার জন্ম শরতের মেঘে,বসন্তের পলাশে, গরিবের ঘামে।
আমি শান্তি খুঁজি লতা পাতার বিছানায় শুয়ে
হৃদয়ে জোনাকি জ্বেলে আশ্বিনের ধানের শীষে।
প্রাচীন আলোর বিষন্নতা গিলে খায় হাড়-মাস…
অভাবি মন নিয়ে ছুটে চলি তোমার পিছে পিছে।