প্রেমের মাহাত্ম্য

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

কিছুটা স্রোতে
কিছুটা রোধে
দেখো কেমন ঢেউগুলো
আগে আর পিছে….
নির্বোধ প্রেম..অনুভূতির আকাশটুকু শূন্য
যদি মুখোমুখি কাঠগড়ায় দাঁড়াই তোমার বিপরীতে আমি,
অবশ্যই মনের আদালতে,
দেখবে স্রোত আছে বটে, ঢেউ উঠলো বটে,
কিন্ত শরীরটুকুই বোধে, অনুভূতি শূন্য এক প্রেমের আকাশে….
সমুদ্র হলে আর কই, চিলছোঁয়া আকাশে !
নির্বাক ভীষণ জেনো প্রেমের ভাষাটুকু ,
বললেই কেমন মেকী সব,শুধুই এক সম্পত্তির
মালিকানাটুকু….
ওটুকু এখন থাক, প্রকৃতির মাঝে মিশে এই বেশ ভালো,
হয়তো মিছে প্রেম এসে বুঝিয়ে দেয় মাঝে ….
আদতে প্রেম নিরাকার, লিখিত দলিল হলে
আপসের প্রেমটুকু পুরোটাই মিছে।
কিছু কথা বলা হয়ে ওঠেনা, কিছু জানা অজানা অজান্তেই ফুরায়,
অথচ প্রেমটুকু টিকে থাকে কাব্যের পাতায়।
অনুভবের কলম যেন আজ আমার আশেপাশে ,
প্রেম বড়ো সুন্দর ,
যত লিখি,
ফুরোয়না আর কাব্য শেষের উপন্যাসে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )