
কালীপূজা ও দীপাবলি উপলক্ষে বিশেষ শান্তি কমিটির বৈঠক হিরাপুর থানায়
কাজল মিত্র: আসানসোল:- বৃহস্পতির হীরাপুর থানা কালীপূজা ও দীপাবলি উপলক্ষে একটি বিশেষ শান্তি কমিটির বৈঠক করেন । এই বৈঠকে এলাকার শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা করা হয়। সকল কালীপূজা কমিটির প্রতিনিধি, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা পূজা আয়োজকদের নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। থানা ইনচার্জ তন্ময় রায় বলেন যে প্রতিমা বিসর্জনের সময় কোনও উচ্চ ধ্বনি বিশিষ্ট লাউডস্পিকার বা ডিজে ব্যবহার করা চলবে না শোভাযাত্রার রুট এবং ভিড় নিয়ন্ত্রণ সহ সকল দিকে মনোযোগ দিতে হবে। তিনি আরও ঘোষণা করেন যে পুলিশ কর্তৃক অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং টহল দল মোতায়েন করা হবে। শান্তি কমিটি সকলকে উৎসবের সময় ধর্মীয় সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে, যার ফলে আসানসোলের গঙ্গা-যমুনা সংস্কৃতি সমুন্নত থাকবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনও বিরোধ বা সমস্যা অবিলম্বে থানায় জানানো উচিত। সকল পূজা আয়োজক প্রশাসনকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি ইপ্সিতা দত্ত, সিআই অশোক সিং মহাপাত্র, থানার ইনচার্জ তন্ময় রাই, প্রবীর ধর সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কালী পূজা কমিটির প্রতিনিধিরা প্রমুখ।

