নিম্নচাপ
মিষ্টু চৌধুরী মজুমদার (কলকাতা)

আজ জানলার কাঁচ বেয়ে নামছে জলধারা
খুলে দেখি বৃষ্টির ছোঁয়া পেয়ে গাছেরা আত্মহারা।
শীতল হাওয়া গা ছুঁলে বেড়ে যায় মনের জ্বর
অসুখ বাঁধিয়ে তোমার নিম্নমুখী গলার স্বর।
মেঘ ভাঙা অকাল বর্ষণে দেখো ভিজছে শারদ
শরীরের উত্তাপে থার্মোমিটারে উঠেছে পারদ।
রিমঝিম বৃষ্টিতে কাহারও মনেতে প্রেম জাগে
বৃষ্টির ঝাপটাতে মন ভিজিয়েছো অনেক আগে।
নীড় ভাঙা পাখি জানে বৃষ্টির আলাদা দৃষ্টিকোণ
অভিমানী মেঘ তুলবে দূরে কোথাও সাইক্লোন।
বৃষ্টি হলো কারো কাছে সীমাহীন সুখের আদর
বৃষ্টি আবার মাখছে গায়ে অপবাদের চাদর।
ঘর্ষিত কলমের আঁকরে বেড়েছে খাতার চাপ
ভেজা চোখ প্রমান দেয় মনের মাঝে নিম্নচাপ।
CATEGORIES কবিতা

