তিনটি মুন্ডুর উপরে মায়ের স্থান, এক বছর শিকল দিয়ে বেঁধে রাখা হয় ব্রহ্মচারীস্থান কালী মন্দিরে

তিনটি মুন্ডুর উপরে মায়ের স্থান, এক বছর শিকল দিয়ে বেঁধে রাখা হয় ব্রহ্মচারীস্থান কালী মন্দিরে

কাজল মিত্র: কুলটি:-

তিনটি মুন্ডুর উপরে মায়ের স্থান এক বছর শিকল দিয়ে বেঁধে রাখা হয়,বিজয়া দশমীর দিনে করা হয় মায়ের নিরঞ্জন ব্রহ্মচারীস্থান কালী মন্দিরে।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার লছিপুর স্থিত ব্রহ্মচারী স্থান সার্বজনীন কালী মন্দিরের ইতিহাস কথিত রয়েছে যে মন্দিরটি বহু পুরানো ইন্দু দিয়াশি দারা পূজিত হত মা। 

এরপর দিয়াশি মারা যাওয়ার সময় যখন দিয়াশিকে শেষকৃৎ কাজের সময় মন্দির থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মা কালীও মন্দির ছেঁড়ে চলে যাচ্ছিলো। তখন গ্রামবাসীরা মন্ত্রতন্ত্রের দারা মা কালীকে পুনরায় মন্দিরে স্থাপন করে এবং তখন থেকে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে কথিত রয়েছে এখনো এই মন্দিরে দিয়াশি দারা মা কে পূজিত হয় এখনো চলে মন্ত্র তন্ত্র দারা রোগ নিবারণ। 

তবে একাধিক ঘটনার মধ্যে এই মন্দিরে রয়েছে আরেক ঘটনা যা আর কথাও সোনা যায়নি। কালী পুজো অমাবস্যার রাত্রে মায়ের স্থাপন করা হয় এক বছর পর মা কে  দূর্গা পুজোর দশমীর দিনে মা কে ধুমধামে করা হয় নিরঞ্জন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )