দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার বিধায়কের

দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার বিধায়কের

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গলসী, পূর্ব বর্ধমান:- গত লোকসভা ভোটে প্রচারে অনুপস্থিতি সত্ত্বেও যার হাত ধরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির সৌমিত্র খাঁয়ের গলায় জয়মাল্য উঠেছিল আজ সেই সুজাতা মণ্ডল নিজেই বিজেপির মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই দু'জনের লড়াইকে কেন্দ্র করে নজরকাড়া কেন্দ্র হয়ে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। প্রসঙ্গত কোনো একটি মামলাকে কেন্দ্র করে আদালতের নির্দেশে গত লোকসভা নির্বাচনে নিজের নির্বাচনী কেন্দ্র বিষ্ণুপুরে প্রবেশ নিষিদ্ধ ছিল সৌমিত্রের। প্রচারে সমগ্র এলাকা চষে বেড়ান সুজাতা এবং তার হাত ধরেই জয় পেতে অসুবিধা হয়নি সৌমিত্রের। নিজের জয় নিশ্চিত করার জন্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে সুজাতা ইতিমধ্যে দিনরাত এক করে ছুটে বেড়াচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একপ্রান্ত থেকে অপর প্রান্তে। প্রচারে ভিড় হচ্ছে যথেষ্ট। পাশাপাশি দলের সর্বস্তরের নেতা-কর্মীরা তার পাশে এসে দাঁড়িয়েছে এবং নিজেদের মত করে প্রচার করে যাচ্ছে। এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক তথা 'ক্যাপ্টেন' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ধমান দক্ষিণের জনপ্রিয় বিধায়ক খোকন দাসের নেতৃত্বে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে গলসী ২ নং ব্লকের কুলগড়িয়ায় একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। ব্লকের অন্যতম লড়াকু নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি সুজন মণ্ডল সহ কর্মীসভায় উপস্থিত ছিলেন বর্ধমান শহর সভাপতি অভিজিৎ সিং, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, গলসি ২ নং ব্লক যুব সভাপতি হেমন্ত পাল, মহিলা সভানেত্রী শেখ শাহনাজ বেগম, আইএনটিটিউসির সভাপতি সুবোধ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা, পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও জেলা পরিষদ পরিষদের সদস্য, যুব নেতা বাপ্পা চ্যাটার্জ্জীও আশীষ চ্যাটার্জ্জী এবং সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা। কর্মী সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিধায়ক বলেন - আমি দলনেত্রীর নির্দেশে এখানে এসেছি। এই এলাকা থেকে দলের প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য আগামী দু'তিন দিন দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে। মাথায় রাখতে হবে সুজাতা দিদির স্নহধন্যা প্রার্থী। এলাকাটাকে যিনি নিজের হাতের তালুর মত চেনেন এক প্রশ্নের উত্তরে সেই সুজন বাবু বলেন - দলনেত্রীর হাত শক্ত করতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করছি। দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )