জলের দাবিতে পথ অবরোধ, পৌরনিগমের ইঞ্জিনিয়ার ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

জলের দাবিতে পথ অবরোধ, পৌরনিগমের ইঞ্জিনিয়ার ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোল পৌর নিগমের ১০৪ ও ১০৫ নম্বর ওয়ার্ডের কুলটির শাকতোড়িয়া নুনিয়া বস্তি এলাকার মানুষরা ফের জলের দাবিতে আসানসোল থেকে পুরুলিয়াগামী পথ অবরোধ করে দু জায়গায় পোস্ট অফিস মোড় এবং হোসেনিয়া মোড়ে।পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসনে কুলটি থানার পুলিশ ও আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার।তবে ক্ষিপ্ত জনতা আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার কার্ত্তিক গাঙ্গুলিকে ঘিরে বিক্ষোভ দেখায়।এবং ক্ষিপ্ত জনতার সাথে বচসায় জড়িয়ে পড়েন ইঞ্জিনিয়ার কার্ত্তিক গাঙ্গুলি।পরিস্থিতির সামাল দিতে পুলিশের হাতেও ধস্তাধস্তি হয়।অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে।বিক্ষোভকারীরা জানান এই গরমে ব্যাপক জলের সমস্যার সম্মুখীন হচ্ছে।সঠিকভাবে জল পাচ্ছে না বলে তারা। শেষমেশ তারা পথ অবরোধ শুরু করে।সকাল আটটা থেকে পথ অবরোধ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর পথ অবরোধ চলে।পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )