বেহাল রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী থেকে নিত্য যাত্রী

বেহাল রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী থেকে নিত্য যাত্রী

সংবাদদাতা: আসানসোল:-  আসানসোল থেকে গৌরান্ডী যাবার রাস্তায় আমডিহা গ্রামের কাছে ইটাপাড়া কোলিয়ারীর কাছে বেহাল রাস্তার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বাস চালক জানাচ্ছে ঝুঁকি নিয়ে যাত্রীদের নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা প্রসাদ জানান কোলিয়ারীর জন্য রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে সারা দিনরাত বড় বড় ডাম্পার যাবার কারণে রাস্তা ভেঙ্গে গেছে। রণেন গড়াই নামে স্থানীয় বাসিন্দা জানান কোম্পানির উচিত রাস্তা ঠীক করে দেওয়া তাদের গাড়ী যাতায়াত করছে কিন্তু বললেও কর্ণপাত করে না এদিকে রোজ অনেকে দূর্ঘটনায় আহত হচ্ছেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )