অভিযুক্ত পোস্ট মাস্টারকে পূনরায় চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ

অভিযুক্ত পোস্ট মাস্টারকে পূনরায় চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ

কৌশিক মুখার্জী: আসানসোল:- পোস্ট অফিসে গ্রাহকদের কাছে টাকা প্রতারণার মামলায় অভিযুক্ত পোস্ট মাস্টারকে পুলিশি হেফাজতের পর পূনরায় আজ আসানসোল আদালতে তোলা হয়।বিচারক ধৃত পোস্ট মাস্টারকে পূনরায় চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।ধৃত পোস্ট মাস্টারের নাম কৃষ্ণ প্রসাদ শর্মা ওরফে কৃষ্ণ দাস ঠাকুর।ঘটনা আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সালানপুর ও হিন্দুস্তান কেবেলস দুই পোস্ট অফিসের গ্রাহকদের কাছে জালিয়াতি করে কোটি কোটি টাকা প্রতারণা করেন বলে অভিযোগ করেন গ্রাহকরা।তার পরেই ২৪শে জুন সালানপুর থানার পুলিশ পোস্ট মাস্টারকে গ্রেফতার করে।এই মামলায় পুলিশ কৃষ্ণ প্রসাদ শর্মার কাছে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে বলে জানা যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )