বিদ্যুৎ -এর সমস্যায় জেরবারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

বিদ্যুৎ -এর সমস্যায় জেরবারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- বিদ্যুৎ -এর সমস্যায় জেরবার সাধারণ মানুষ।একেই তো চলছিল লোডশেডিং,লোভোল্টেজের সমস্যা।এরপর গতকাল রাতে হাইভোল্টেজ হয়ে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।তাই বুধবার আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষরা।আর এই ঘটনাটি ঘটল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার নয়নডাঙা এলাকায়।বিক্ষোভকারীদের অভিযোগ,দীর্ঘদিন ধরে এখানে লোভোল্টেজ ও লোডশেডিং এর সমস্যা।কিন্তু গতকাল রাতে এখানে হাইভোল্টেজ হয়ে এলাকার অনেকের টিভি,ফ্যান নষ্ট হয়ে গেছে।তাই তারা এর ক্ষতিপূরপণ চান।বিক্ষোভকারীদের দাবি,তারা এখানে নতুন ট্রান্সফরমার চান।এছাড়াও বৈদ্যুতিক তার নষ্ট হয়ে যাওয়ায় এখানে যেন বৈদ্যুতিক তার পালটানো হয়।এদিকে বিক্ষোভে জেরে অবরুদ্ধ হয়ে যায় আজিমগঞ্জ -রঘুনাথগঞ্জ যাওয়ার রাস্তা।পরবর্তীতে সাগরদিঘি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এ বিষয়ে বিদুৎ দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )