
প্রস্তুতি শুরু দূর্গাপুজো কার্নিভাল নিয়ে, জেলাশাসক ও পুলিশ প্রশাসনের এলাকা পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-
পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট দূর্গাপুজো কার্নিভাল নিয়ে প্রস্তুতি শুরু করলো। প্রশাসন সূত্রে জানা গেছে, এই বছর ১৪ ই অক্টোবর আসানসোলে দুর্গাপূজা কার্নিভাল হবে।তাই রবিবার বিকেলে আসানসোলে দুটি এলাকা পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।এদিন আসানসোল পুলিশ লাইন লাগোয়া বার্নপুর রোড এবং বিএনআর মোড় সংলগ্ন জিটি রোড এলাকা পরিদর্শন করেছেন।উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
আসানসোল শহরের জিটি রোডের রবীন্দ্র ভবন লাগোয়া বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় এলাকা এদিন প্রশাসন ও পুলিশ আধিকারিকরা ঘুরে দেখেন।
CATEGORIES আসানসোল