
অদিতি চৌধুরীর পুরনিগমের কমিশনার হিসেবে দায়িত্বভার
রামকৃষ্ণ চ্যাটার্জী,আসানসোল, পশ্চিম বর্ধমান -:
সম্প্রতি এক সরকারি নির্দেশে আসানসোল পুরনিগমের কমিশনার এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (আড্ডা) মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পদে গুরুত্বপূর্ণ রদবদল হয়।পুর কমিশনার রাজু মিশ্রকে রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের সচিব পদে বদলি হয়। তার স্থলাভিষিক্ত হন অদিতি চৌধুরী (আইএএস)। আসানসোল পৌর নিগমের কার্য্যালয়ে আসানসোল পৌর নিগমের নবনিযুক্ত কমিশনার অদিতি চৌধুরী (I.A.S) বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করলেন। নতুন কমিশনার কে পুষ্পস্তবক দ্বারা অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময় করা হয় পৌর নিগমের পক্ষ থেকে।এদিন মেয়র বিধান উপাধ্যায় ও রাজু মিশ্র পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।
এদিন অদিতি চৌধুরী বলেন, আসানসোল পুরনিগমের পুর কমিশনারের দায়িত্ব গ্রহণ করলাম। আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু বুঝে তারপর মন্তব্য করবো।
প্রসঙ্গত,একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিক হিসেবে পরিচিত অদিতি দেবী এর আগে মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তরের সচিব হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় প্রশাসনিক ও নাগরিক মহল মনে করছেন তার কাজের অভিজ্ঞতা ও দক্ষতা আসানসোল পুরনিগম উন্নয়নের কাজে আরও গতি নিয়ে আসবে।