জামুড়িয়া থানার পুলিশের বড়সড় সাফল্য,প্রায় ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

জামুড়িয়া থানার পুলিশের বড়সড় সাফল্য,প্রায় ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

কৌশিক মুখার্জী: আসানসোল:-

জামুড়িয়া থানার পুলিশের বড়সড় সাফল্য।ফল ও সবজির পেটির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করলো পুলিশ।প্রায় ৯০ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করল আসানসোলের জামুড়িয়া থানার পুলিশ।রবিবার রাতে ১৯নম্বর জাতীয় সড়কের জামুড়িয়ার চাঁদা সার্ভিস রোডের ঘটনা।ধৃতদের নাম জিতেন্দ্র প্রসাদ, বার্নপুরের বাসিন্দা এবং কালিয়া নায়ক ওড়িশার বাসিন্দা।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং জামুড়িয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাঁদা সারাংশ রোডে একটি ৪০৭গাড়ি আটক করে।ফল ও সব্জির পেটির আড়ালে ৯০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করলো পুলিশ।ওড়িশা থেকে এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল।এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।এত পরিমাণ গাঁজা কোথায় পাচার হচ্ছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )