ছট পূজায় মাইথন থার্ড ডাইক জলাধারে ঢল নামলো পূর্নাথীদের

ছট পূজায় মাইথন থার্ড ডাইক জলাধারে ঢল নামলো পূর্নাথীদের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বৃহস্পতিবার বিকেলে ছট পূজার প্রথম দিনেই অস্তগামী সূর্য পূজার জলা অভিষেক করতে ছট ব্রতী দের ঢল দেখা গেলো মাইথনের থার্ড ডাইক সহ আসানসোলের বিভিন্ন ছট ঘাটে।প্রথম দিন অস্তগামী সূর্যের পূজার শুরু হয় জলা অভিষেক করে ও আগামীকাল ভোরে আবার পুনরায় জলাধারে গিয়ে পূজো করা হবে উদীয়মান সূর্যের সাথে।মাইথন থার্ড ডাইক ছট ঘাটে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের কড়া নিরাপত্তা দেখা গেলো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )