অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ধরনা

অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ধরনা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে,রবিবার সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পাশে মহিলা কর্মীরা ধরনায় বসে ।যেখানে ধরনায় মহিলা তৃণমূল কর্মীদের পাশাপাশি যুব তৃণমূল কর্মী,মাদার কমিটির কর্মীরা উপস্থিত ছিলেন।তাছাড়া ছিলেন সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান,সদস্যরা।তাছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায়,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ সহ আরো অনেকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )