এবার মেয়ে জেগে ওঠ

সঙ্গীতা কর (কলকাতা)

অনেক হয়েছে পুজো অর্চনা দৈব মন্ত্রের উচ্চারণ
এবার মেয়ে আগুন হ তুই, হয়ে ওঠ নিজেই শমণ।
আসবে না কোনো দেবী রক্ষা করতে তোর সম্মান
আত্মবিশ্বাস জাগিয়ে তুলে নিজ শক্তির দে প্রমাণ।
ভক্তি থাকুক অন্তরেতে শরীর জুড়ে জাগুক শক্তি
তবেই সঠিক বিচার হবে অত্যাচারী পাবে না মুক্তি।
রবীন্দ্রনাথ কন্ঠে ধরে একলা চল রে নিজের পথে
কামুকদের ‌দিবিই শাস্তি মন বেঁধে নে এই শপথে।
তোর শরীরে জন্ম যার, বেঁচে ওঠে তোকে ঘিরে
সুযোগ পেলে সেই কিনা শরীরটাকে খায় ছিঁড়ে?
দিস না বাড়তে রিপুর দল, এবার তাকে কর দমন
শঙ্কা ছেড়ে এগিয়ে গিয়ে, ওদের দেখা রক্ত নয়ন।
পথে ঘাটে যখন তখন দেখিস যদি লোভের ঠোঁট
ধর্ষক অঙ্গ ভেঙে দিতে অহংকারে গর্জে ওঠ।
আয় মেয়েরা আয় তোরা, সবাই মিলে প্রতিবাদে
বাজুক আজ প্রলয় বিষাণ ঘন ঘন তোর নিনাদে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )