
বেআইনি বালি বোঝাই অটো ধরতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ
কৌশিক মুখার্জী: কুলটি:- একদিকে যখন বেআইনি বালি পাচার বন্ধের জন্য রাজ্যের মুখমন্ত্রীর কড়া বার্তা দিয়েছেন।ঠিক তার উল্টো ছবি দেখা গেলো কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ি এলাকায়।ওই এলাকার বালি কারবারীদের দাবি এলাকায় নেই কর্মসংস্থান।তাই পরিবার বা সংসার চালাতে বালি পাচারের কাজ করতে হয়।আর এই কাজ বন্ধ হলে তারা কি করবেন।জানা গিয়েছে এলাকায় অটোতে করে বালি পাচার চলছে।আর তাই পুলিশ অভিযান চালায় আর শুক্রবার একটি বেআইনি বালি বোঝাই অটো ধরতে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েছিল শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ।ওই ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।এই ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।


CATEGORIES আসানসোল