নাট্যমঞ্চের নাট্যকার

সুদীপা চ্যাটার্জী (কৃষ্ণনগর, নদীয়া)

পৃথিবীটা তো নাট্যমঞ্চ
আমরা সবাই নাট্যকার।
প্রতিটা দিন কাটছে ভালো
মন্দ দিয়ে ম্যাচাকার।
কেউ বা সরল, কেউ বা জটিল
কেউ বা ভিলেন এখানে।
তারাই হিংসা করে তখন
ভালোর প্রশংসা থাকে যেখানে।
কেউ বা করে ভালো আবার
কেউ বা করে ক্ষতি।
পৃথিবীর এই মঞ্চ ছাড়া
তাদের নেই কোনো আর গতি।
ভালো মন্দ নাট্যকার যারা
জায়গা পেয়েছে এখানে,
পৃথিবী মঞ্চে ভালো থাকুক তারা
যারা আছে যেখানে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )