
“চলো যাই ঈদের বাজার”- অভিনবত্ব উদ্যোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের
সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:- রীতিমতো বিধায়ক নিজে বাজারে নিয়ে গিয়ে ঈদের বাজার করলেন কচিকাচাদের। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে এলাকার প্রায় 200 বাচ্চা কচিকাঁচাদের (যেমন খুশি কিনতে পারো ) বিভিন্ন দোকানে দোকানে নিজেদের পছন্দমত বাজার করালেন বিধায়ক। স্বভাবতই খুশি কচিকাঁচাদের মা-বাবারা। এক অভিভাবক রুস্তম ইরানী বলেন, আমাদের বিধায়ক আমাদের অভিভাবক। ঈদ এলেই তিনি শুধু কচিকাঁচা নন বড়দের শাড়ি লুঙ্গি থেকে শুরু করে ঈদের দিনে লাচ্ছা পর্যন্ত পৌঁছে দেন। এটাই পাণ্ডবেশ্বরের সংস্কৃতি।। বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। আমরা পাণ্ডবেশ্বর পূজা হোক, ঈদ, ছট কালীপূজা সবেতেই একে অপরের আনন্দে কাটাই। তাই বাচ্চাদের চিন্তা করেছি নিজের পছন্দমত যেমন খুশি তারা জামা কাপড় কিনুক, এটাই তাদের আনন্দ।
CATEGORIES আসানসোল