
মুখ্যমন্ত্রীকে অপমান, প্রতিবাদে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে থানায় অভিযোগ দায়ের
কৌশিক মুখার্জী: কুলটি:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি মাটিতে ফেলে সেই ছবি তে পা দিয়ে আছে তিন ব্যাক্তি।এই ধরনের এক ছবি আসানসোলের কুলটি থানার অন্তর্গত লালবাজারের এক যুবক মনেশ তন্তুবাই তার নিজের ফেসবুক একাউন্ট থেকে অর্থাৎ সমাজ মাধ্যমে পোস্ট করে।আর সেই ছবি সমাজ মাধ্যমে নজরে আসার পর।এর প্রতিবাদে রবিবার রাত্রে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি বিমান দত্ত কুলটি থানায় ওই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।তিনি ওই যুবুকের আইনানুগত ব্যবস্থার দাবি করেন।
এরপরেই কুলটি থানা পুলিশের পক্ষ থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয় এরপর তার ফেসবুক থেকে সেই ছবি ডিলিট করে রাত্রে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বিজেপি সমর্থকরা ওই যুবককে মালা পরিয়ে উল্লাস করেন এবং সোশ্যাল মিডিয়ায় একটি ধমকি বড়া পোস্ট করেন। মনেশ তন্তুবাই কে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ কুলটি পুলিশের সাথে দেখা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল নেতা দুলাল চক্রবর্তী বলেন যদি তাকে গ্রেফতার করা না হয় তাহলে লালবাজার এলাকায় এক পথসভা করা হবে বলে জানান।