
সাতসকালে আসানসোল বাজারে অগ্নিকাণ্ড
কৌশিক মুখার্জী: আসানসোল:-
সাতসকালে আসানসোল শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকায়। আসানসোল দক্ষিন থানা সংলগ্ন জিটি রোডের রাহালেনের ফুটপাতের দোকানে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ছয়টিরও বেশি ফুটপাথের দোকানকে গ্রাস করে। এর ফলে লক্ষাধিক টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিকদের অনুমান শর্ট-সার্কিট এর ফলে আগুন ধরে যায় দোকানে। ঘটনাস্থলে ট্রান্সফরমার পুড়ে ব্লাস্ট করে যায় এমনই তারা জানিয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিন থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয়রা জানান যে আমাদের এখানে চার থেকে পাঁচটা দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ট্রান্সফরমার শর্ট সার্কিট হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। ট্রান্সফরমার ব্লাস্ট করে তার আগুনের ফুলকি ছিটকে এসে আমাদের দোকানে আগুন লেগে যায় এরকম ঘটনা এই প্রথম নয় বারংবার এ ধরনের ঘটনা ঘটছে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আমরা গরীব মানুষ আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত দোকানদাররা জেলা প্রশাসন, আসানসোল পুরনিগম এবং রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্য এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
আসানসোল দমকল বিভাগের একজন আধিকারিক বলেন, সকাল ৬:১৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। সেই মতো একটি দমকল ইঞ্জিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
রাহালেনে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে
আসেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। মন্ত্রী আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের সঙ্গে কথা বলেন। তাদের কি ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে খোঁজ খবর নেন। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মলয় ঘটক বলে জানা গেছে।