নানুরে পচাগলা দেহ উদ্ধার ঘটনায় ৫ সদস্যের ফরেনসিক দল

নানুরে পচাগলা দেহ উদ্ধার ঘটনায় ৫ সদস্যের ফরেনসিক দল

রোহিত শেখ, নানুর, বীরভূম:-

বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত পাপুরি গ্রামে এক পচাগলা মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২৪ জুলাই রাতে আল-আমিন মিশনের পাশের পুকুরপাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, মৃতদেহটি এতটাই পচাগলা অবস্থায় ছিল যে তৎক্ষণাৎ পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি নাবালিকা মেয়ের মৃতদেহ হতে পারে। সূত্রের খবর, ১৯ জুলাই নানুরের খালা গ্রাম থেকে ১৫ বছর বয়সী এক নাবালিকা নিখোঁজ হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে ২১ জুলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মৃতদেহ উদ্ধারের সময় তার পাশ থেকে একটি ওড়না উদ্ধার করা হয়, যা দেখে নাবালিকার পরিবার দাবি করেছে এটি তাদের মেয়েরই। যদিও মৃতদেহ দেখে নিশ্চিতভাবে পরিচয় নির্ধারণ করা সম্ভব না হওয়ায়, পুলিশ ডিএনএ পরীক্ষার করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সকালে বোলপুর এসডিপিও ও নানুর থানার ওসির নেতৃত্বে পাঁচ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ও ছবি তোলেন। ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে কে বা কারা রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )