সালানপুরে”একুশে জুলাইকে” সামনে রেখে যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা

সালানপুরে”একুশে জুলাইকে” সামনে রেখে যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

“একুশে জুলাইকে” সামনে রেখে যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।যেখানে সভায় মুখ্য রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ দেওয়াসী,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শচীন নাগ সহ ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা।এদিন ব্লকের যুব সভাপতি শচীন নাগ জানান প্রতি বছরের মতই এই বছরও “একুশে জুলাই”এর প্রস্তুতি চলছে ব্লক জুড়ে,আগামী কাল থেকে দেওয়াল লিখন এবং মোড়ে মোড়ে পথসভা করা হবে।তাছাড়াও সভায় আজ আলোচনা করা হয় কিভাবে যুব কর্মীরা ২১শে জুলাই এ ধর্মতলা যাবে আসবে,পুরো বিষয় নিয়ে আজ আলোচনা করা হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )