রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়লো তিন চোর

রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়লো তিন চোর

কৌশিক মুখার্জী: সালানপুর:-


রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য।দিন কয়েক ধরে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ি এলাকায় বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।এর পরেই পুলিশ সিসিটিভি ধরে তদন্ত শুরু করে।গতকাল ডাবরমোড় এলাকা থেকে তিনজন চোরকে গ্রেফতার করে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।ধৃতরা তিনজনেই বিহারের জাহানাবাদ জেলার বাসিন্দা বলে জানা যায়।ধৃতদের নাম প্রথম:- দয়ানন্দ কুমার ভারতি(৩৯),দ্বিতীয়:-সুরাজ কুমার(২৩),তৃতীয়:-অমারজিৎ পাসওয়ান।ধৃত এই তিনজনই রূপনারায়ানপুর এলাকায় বেশ কয়েকটি বাড়ির চুরির ঘটনার সঙ্গে যুক্ত।ধৃতদের আজ আসানসোল আদালতে পাঠানো হয়।তদন্ত সাপেক্ষে ৭দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )