
অরবিন্দ নগর সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটির খুঁটি পূজা
কৌশিক মুখার্জী: সালানপুর:- বাজলো পুজোর ঘন্টা,উল্টো রথ যাত্রার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করল অরবিন্দ নগর সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটি ।
এবারের ২৬ তম বর্ষে পদার্পণ করল ক্লাবের পুজো।প্রতি বারের মতোই এবারও বিশেষ চমক থাকছে তাদের থিমে। বাঁশের থিমে দুর্গা এক অন বদ্য আদলে মন্ডপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।প্রতিবছরের মতো এবারও বিশাল বাজেট নিয়ে এগোচ্ছে এই পুজো।দীর্ঘ সময় ধরে মণ্ডপ নির্মাণের প্রয়োজন হওয়ায়, জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে সর্বপ্রথম খুঁটি পুজো সারল অরবিন্দ নগর দুর্গাপূজা কমিটি।এদিন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এই খুঁটি পুজোর দিন উপস্থিত থেকে পূজা মন্ডপ তৈরির কাজে শুভ সূচনা করেন।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ- সভাপতি ভোলা সিং, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্না রায়,জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল, উপ প্রধান সুজিত মোদক সহ পূজা কমিটির সম্পাদক শান্তনু দাস সহ আরও বিশিষ্ট ব্যক্তি বর্গ।