
এথোড়া রোডে গলাকাটা খুনের মূল অভিযুক্ত গ্রেফতার, পুলিশের তৎপরতায় রহস্য উন্মোচন
কৌশিক মুখার্জী: কুলটি:-
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথোড়া রোডে গত ৪ জুন যুবক দেবজ্যোতি শর্মার গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত রাহুল মাজি (২৭)কে গ্রেফতার করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। গতকাল সন্ধ্যায় রূপনারায়ণপুরের বাসিন্দা রাহুল মাজিকে গ্রেফতারের পর আজ তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে সাত দিনের হেফাজতে নেওয়া হবে।জামুড়িয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি শর্মা (২৩) জাতীয় সড়কের কাছে একটি জমি ব্যবসায়ীর অফিসে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতের মোটরবাইক উদ্ধার করে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তদন্তের অংশ হিসেবে সিডিআর বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ পরীক্ষার পর দেবজ্যোতির বান্ধবী তথা সহকর্মী পাম্মি শর্মাকে গত ১২ জুন গ্রেফতার করা হয়। এরপর দীর্ঘ তদন্ত ও জেরার মাধ্যমে পুলিশ রাহুল মাজির সংশ্লিষ্টতার প্রমাণ পায়। পুলিশ সূত্রে জানা গেছে, জেরার সময় রাহুলের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে, যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পেছনে উদ্দেশ্য ও অন্য কোনও সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই গ্রেফতারির মধ্য দিয়ে এথোড়া রোডের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতার প্রশংসা করলেও এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তদন্ত এখনও চলমান, এবং পুলিশ এই মামলার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখছে।