একটা মেয়ে
সোমা নায়ক (যাদবপুর, কলকাতা)

একটা মেয়ে লিখল আকাশ
দুঃখ ভুলে, হেসে
শুধু তোমায় ভালোবেসে।
আঁকল পাহাড়, সাজলো মাটি
শীতল দিনের তাপ
তার তোমায় চেয়ে নিঃস্ব হওয়ার নেইকো অনুতাপ।
একটা মেয়ে কাব্য লেখে তোমার কথা ভেবে
সে স্বপ্ন দেখে, তুমি এসে শীতল ছোঁয়া দেবে।
দগ্ধ বুকের মলম হয়ে বাড়িয়ে দেবে হাত
থাকবে পাশে আপন হয়ে আজীবন নির্ঘাত।
সেই মেয়েটা চুপকথা আজ।
চোখে মুখে বিরহের সাজ।
সেই মেয়েটার অভিমানে
মস্ত তালা। কেন কে জানে!
হয়তো সেও শেষমেশ তাই মানিয়ে নিয়েছে মন
হয়তো তার আজ অপ্রাপ্তিতে যাচ্ছে কেটে জীবন।
তুমি ভীষণ ব্যস্ত বুঝি? বুঝলে না তার চাওয়া
সে বুঝেছে, যা কিছু চাই; হয় না সবই পাওয়া।
CATEGORIES কবিতা