
নানুর থানার সাফল্য: হারিয়ে যাওয়া ১৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
রোহিত শেখ: বীরভূম:- গত এক মাসে নানুর থানার এলাকায় একাধিক মোবাইল হারানোর অভিযোগ জমা পড়ে থানায়। এলাকার বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর, পুলিশ তদন্তে নামে। অবশেষে, পুলিশের তৎপরতায় উদ্ধার হয় হারিয়ে যাওয়া মোট ১৩টি মোবাইল ফোন। তার মধ্যে কিছু ফোন মালিক দূরে থাকাই তাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।শনিবার, থানায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগে উপস্থিত ছিলেন বোলপুরের এসডিপিও রিকি আগারওয়াল, নানুর সার্কেলের ইন্সপেক্টর মিঠুন চক্রবর্তী এবং নানুর থানার (ওসি) নিতু সিংহ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে তদন্ত চালিয়ে একে একে ফোনগুলির অবস্থান শনাক্ত করে, উদ্ধার করা হয়। এই উদ্যোগে খুশি ফোনের মালিকেরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নানুর থানার পুলিশের প্রতি। এসডিপিও রিকি আগারওয়াল জানান, “এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলবে। আমরা চাই সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা রাখুন।”