লাভপুরে হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে বাঁকুড়া থেকে গ্রেফতার করলো লাভপুর থানার পুলিশ

লাভপুরে হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে বাঁকুড়া থেকে গ্রেফতার করলো লাভপুর থানার পুলিশ

রোহিত শেখ: বীরভূম:- ২১ শে জুন বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামের  দুই নকল সোনার কয়েন ব্যবসায়ি শেখ মহিউদ্দিন (মুরহাদ) ও শেখ মনিরুল (মনির) এর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘদিন ধরে শেখ মুরহাদ এর গোষ্ঠীর লোকজন গ্রাম ছাড়া ছিল। তার লোকজন গ্রাম ঢুকার চেষ্টা করলে মনির শেখের লোকজন বাধা দিত। সেই সংঘর্ষ চরণে ওঠে ২০ জুন দুপুর থেকে। সারারাত ধরে চলে ব্যাপক পরিমাণে বোমাবাজি। তারপর, ২১ সে জুন সকালের দিকে বোমা বাধার সময় বোমা বিস্ফোরণ হয়ে মনির গোষ্ঠীর ২ জনের মৃত্যু হয়। পড়ে আরও ১ জনের মৃত্যু হয়। পুলিশ তদন্ত নেমে আগেই পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। 

ওই ঘটনায় মূল অভিযুক্ত শেখ মহিউদ্দিন (মুরহাদ) শেখ কে বাঁকুড়া থেকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ অর্থাৎ মঙ্গলবার ভোররাতে বাঁকুড়ার ইন্দাস থেকে মূল অভিযুক্ত শেখ মহিউদ্দিন ( মুরহাদ) শেখ কে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের তরফে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন চাইলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )