বিজেপির বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ভাষা আন্দোলন কর্মসূচি তৃণমূলের

বিজেপির বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ভাষা আন্দোলন কর্মসূচি তৃণমূলের

রিমা ঘোষ, আমতা, হাওড়া:-

উলুবেরিয়া উত্তর বিধানসভার জনপ্রিয় বিধায়ক ড. নির্মল মাজির নেতৃত্বে ও উলুবেরিয়া উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে,ভারতের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের শাসকদল বিজেপির প্ররোচনায় বাংলা ভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষ মূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরির ষড়যন্ত্র রচনার প্রতিবাদে রবিবার বিজেপির বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে “জনগনের গর্জন বাংলা বিরোধী বিসর্জন” কর্মসূচি উলুবেরিয়ার উওর তৃণমূল কংগ্রেস কর্মীদের। এদিন আমতা কলেজ মোড় চৌরাস্তা তৃণমূল পার্টি কার্যালয় থেকে আমতা সিটিসি বাস স্ট্যান্ড পর্যন্ত এক ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। 

এই প্রসঙ্গে বিধায়ক ড. নির্মল মাজি বলেন, প্রেসিডেন্সি, দমদম, বহরমপুরের জেলে শুধু বাঙালি স্বাধীনতা সংগ্রামী বিদ্রোহীদের ভরে রেখেছিল। বাঙালি যা করে দেশ তাই ভাবে। মমতা ব্যানার্জি ডাক দিয়েছে বাঙ্গালীদের ঐতিহ্য, সংস্কৃতি ,পরম্পরা ভাষা এবং বাঙালির ঐতিহ্যের উপরে আঘাত সাম্প্রদায়িক ধর্মান্তর দল বিজেপি যেটি ভারতীয় জঞ্জাল পার্টি যা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে এক জোটে আন্দোলন করবো।

এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. নির্মল মাজি,উলুবেড়িয়া উওর কেন্দ্রের সভাপতি বিমল দাস, সহ সভাপতি শেখ ইলিয়াস, উলুবেরিয়া উত্তর কেন্দ্রের যুব সভাপতি পিন্টু মন্ডল,আমতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মল্লিকা সাউ, ভাণ্ডারগাছা গ্রাম পঞ্চায়েত প্রধান নিপা বসু সহ আরও নেতা-নেত্রী ও অন্যান্য  আরো দলীয় কর্মীরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )