আসানসোলে পথচলা শুরু হলো বিখ্যাত সংস্থার

আসানসোলে পথচলা শুরু হলো বিখ্যাত সংস্থার

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান:- খুচরো পরিষেবার জগতে বিখ্যাত ও জনপ্রিয় সংস্থা হলো 'AURA- THE RED CARPET FASHION'। সংস্থার দাবি এখানে পুরুষ, মহিলা ও শিশুরা তাদের পচ্ছন্দ অনুযায়ী অত্যন্ত সুলভ মূল্যে নিত্য নতুন ডিজাইনের বৈচিত্র্যময় পোশাক কেনার সুযোগ পাবেন। এমনকি এখানে ক্রেতারা তাদের পচ্ছন্দের ডিজাইনের পোশাক তৈরি করে নেওয়ার সুযোগ পাবেন। এলাকার পোশাক প্রিয় ও খাদ্য রসিক মানুষদের একাধিক সুবিধা দেওয়ার লক্ষ্যে সংস্থাটি আসানসোলের গড়াই রোডে তাদের স্টোর রুমের শুভযাত্রা শুরু করে। হিলভিউ নর্থে ইনক্লোভ ব্লক-২ ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে সংস্থার শুভ উদ্বোধন করেন সুভাষ আগরওয়াল। জানা যাচ্ছে, ১৫০০ বর্গফুট জায়গার উপর অবস্থিত স্টোরটি সুলভ মূল্যে বিভিন্ন বয়সী ক্রেতাদের জন্য সমস্ত ধরনের বৈচিত্র্যময় পোশাক কেনার সুযোগ এনে দেবে। ফলে এটি খুচরো ও ফ্যাশনের চাহিদাকে বহু গুণ বাড়িয়ে তুলবে৷ পাশাপাশি ক্রেতাদের জন্য স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা থাকবে। আরও জানা যাচ্ছে প্রতিদিন স্টোরটি সকাল ১ টা থেকে রাত সাড়ে টা পর্যন্ত খোলা থাকবে। সংস্থার কর্মকর্তাদের বিশ্বাস সবদিক দিয়ে AURA'- THE RED CARPET FASHION এলাকার ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করবেই। অন্যদিকে সংস্থার পক্ষ থেকে সিমি চ্যাটার্জী বললেন- অন্য কাউকে নকল করে নয়, আমরা আমাদের কারখানায় তৈরি নিজস্ব ঘরানার এবং ক্রেতাদের পচ্ছন্দ সই ডিজাইনের পোশাক তৈরি করে সরবরাহ করি। আমাদের ক্যাফেতে ক্রেতাদের জন্য থাকছে তেল ছাড়া স্বাস্থ্যকর খাবার। আশাকরি স্বাস্থ্য সচেতন ক্রেতাদের সেগুলি খুবই পচ্ছন্দের হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )