সবাই সবার জন্য

শুক্লা সরকার (কলকাতা)

সেই সব কথা মনে পড়ছে মনসিজদা!
তোমায় কি একবার সব্যসাচীদা বলবো?
ছোট বেলা থেকেই শুনেছি, তুমি ভীষণ
ভালো খেলোয়াড়, পুরস্কার পেতে প্রচুর।
পড়াশোনাতেও ভালো ছিলে,ক্লাসে প্রথম,
আবার ভালো গায়ক ছিলে, সুকণ্ঠী তুমি,
বাজনাটাও খুব ভালো বাজাতে, তুখোড়!
মন দেওয়া-নেওয়াতেও হাতযশ তোমার।
আমি একটু বড় হতেই,স্কুল থেকে কলেজ,
তুমিও চলে গেলে তোমার ডাক্তারি পড়তে।
ফিরে আসতেই দেখলাম একজন ডাক্তার
আগের মতই মানুষজনের কিসে ভালো হবে,
কে কেমন আছে, সে খবর নিতে ভোলে নি।
ও পাড়ার হারান দাদু,শয্যাশায়ী হয়ে পড়েছে,
পৃথিবীর আলো কদিন দেখবে তার ঠিক নেই।
দেখতে যেতে,একটুও ভোলোনি মনসিজদা,
কমল জেঠুর মেয়ের বিয়ে, ব্যস্ততার মধ্যেও
খোঁজ নিতেও ভুলে যাওনি তুমি একটিবার।
মিনুপিসি আর শ্বশুরবাড়ি যায় না,সে অসুস্থ,
তার স্বামী লোকটা মানুষ হিসেবে ভালো নয়,
সবাই বলে, গয়নাগাঁটি সবই কেড়ে নিয়েছে,
মারধর করে তাড়িয়ে দিয়েছে,খুব কেঁদেছে।
স্বামীর পায়ে ধরে থাকতেই চেয়েছিল পিসি,
তবুও,থাকতে দেয়নি,আর বলেছে, তুই মর!
মিনুপিসি ভালো মনের মানুষ তুমি তো জানো।
তাকেও একটিবার দেখে এসো মনসিজদা!
বিজনকাকুর ছোট ছেলেটা পাশ করেনি বলে
বকেছিল কাকিমা ও কাকু দুজন মিলেই,তাই
সুইসাইড করেছে জানো,কাকিমার কথা বন্ধ
হয়ে গেছে ছেলের শোকে, কাকুও চুপচাপ।
ওরা কেউ ভালো নেই,জানো তো সব্যসাচীদা!
তুমি একমাত্র মুশকিল আসান, ওদের দেখো।
আমিতো কদিন বাদেই চলে যাবো পরের বাড়ি,
ইচ্ছা করলেও উপায় থাকবে না তা আমি জানি।
কেদেখবে মিনুপিসিকে,কাকুকাকিমার খাবারটা
কে দিয়ে আসবে, যখন,মা বলবে,যা দিয়ে আয়
অভাগা মানুষ দুটোকে,আগে বাঁচুক মানুষ দুটো।
জানো,বিমান দাদার বড় মেয়েটার বিয়ের জন্য
পাত্র দেখতে আসে,দেখে যায়,ভালোমন্দ খায়,
চলে যায় দিব্যি, কিছুই বলে না, বিয়েও হয় না।
এভাবে বিমান দাদাই বা কি করবে বলো তুমি!
কিছু করার চেষ্টা করো,মেয়েটা বড্ড ভালোগো!
মিছরির মা, ছোটবেলা থেকেই দেখে আসছি,
বাড়িতে থাকতো আমাদের দেখাশোনার জন্য।
তার ছেলেটার কোন কাজ নেই,বারো ক্লাস পাশ করেছে,বাড়িতে বসা, মেয়েটা অঙ্গনওয়ারীতে
কাজ পেয়েছে,অনেকগুলো সদস্য বেঁচে গেছে।
ছেলেটা কাজ খুঁজছে,ভীষণ পরোপকারী ওরা
দরকারে ডেকে নিও গো,দুজনেরই সুবিধা হবে।
সার্বজনীন মণ্ডপঘরে,যেখানে কীর্তনীয়া জেঠুরা
সন্ধ্যাবেলায় সবাই হরিনাম সংকীর্তন করেন,
তাঁদের জন্য একটু আলোর ব্যবস্থা করে দিও।
সবকিছু হয়ে গেলে আমাকে নদীর ধারে আর
কাশফুল ফোটা মাঠ দেখাতে নিয়ে যাবে তুমি,
ফেরার পথে আম,জাম, জামরুল, চেনা চেনা
বটগাছের তলায় হাটে সবুজ সব্জি নিয়ে বসা,
চেনা,দুখী,মেহনতী মানুষগুলিকে দেখে আসবো।
একটি বার শুনবো,তাদের ছেলে মেয়েদের কথা।
সেই ঘরের কাছে থাকা,পাশে থাকা ভালোবাসার
মানুষগুলি ভালো থাকুক, তুমিও ভালো থেকো,
সবাই ভালো থাকলেই আমিও ভালো থাকবো।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )