
হোদলা পুকুরের বাঁধ ভেঙে যাওয়াতে জলমগ্ন রাধানগর এলাকা
সংবাদদাতা: আসানসোল:- শুক্রবার সকালে আসানসোল পৌরনিগমের ৭৫ নং ওয়ার্ডের রাধানগর রোড খাটাল এলাকা জলমগ্ন হয়ে গেলে প্রায় ৩০০ র মতো ঘরে জল ঢুকে যায়। খবর পেয়ে বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী ও স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মন্ডল ঘটনাস্থলে পৌঁছে যায়। বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী জানান এখানকার হোদলা পুকুরের নেট ভেঙে জল ওভারফ্লো হয়ে গিয়ে এলাকা ভাসিয়ে দিয়েছে পুকুরের মালিককে জানানো হয়েছে অবিলম্বে বোল্ডার ও মাটি ফেলে জল বার হবার জায়গা বন্ধ করে দিতে এবং ভবিষ্যতে আবার এইরকম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মন্ডল জানান প্রচন্ড বৃষ্টিপাতের কারণে পুকুরের জল ভরে যায়, সেই কারনে পার নরম হওয়ার ফলে ভেঙ্গে পড়ে না কেউ ইচ্ছে করে ভেঙে দিয়েছে আর সেই জল এলাকায় ঢুকে পড়ে। এটা প্রশাসন তদন্ত করে দেখবে। তবে খুব শীঘ্রই মেরামতির করার চেষ্টা করা হবে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুকুরের বাঁধের অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ ছিল। আমরা স্থানীয়রা পৌর নিগমের কাছে বেশ কয়েকবার অভিযোগ করেছি, কিন্তু প্রতিবারই আশ্বাস পেয়েছি কিন্তু সমাধান হয়নি।

