কেউই থেকে যায় না…

সোমা ঘোষ (কলকাতা)

হয় সময়ের আগে অথবা সঠিক সময়ে যেতে হবে , হবেই।
সবটা জেনেও আগলে রাখতে চাই
যত্ন নিই, পুঙ্খানুপুঙ্খ নজরে রাখি।
বাড়িটাকে ঘর গড়তে ভালোবাসা ঢেলে সাজাচ্ছি , উজাড় করা প্রেম , আকাঙ্ক্ষা আশা প্রত্যাশায় গা ভাসাচ্ছি!
ব্যালকনির গাছগুলোও তাকিয়ে থাকে
তাদেরও যে জল দিতে হবে ,
সারমেয় কে আদরে ভরিয়ে
মায়ায় বেঁধে রেখেছি।
কোথাও যেন ভুল কিছু না থাকে , ঘুণ ধরার আগেই ফার্নিচারে রঙের প্রলেপ দিয়ে দিচ্ছি!
জানি কিছুই নিজের নয় , ফিরতে হবে, হবেই। তবুও…

মায়া ত্যাগ করবো ভেবেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছি ,
সময়কে উপেক্ষা করার চেষ্টায় সময়কেই বাঁধতে চাইছি ,
যারা আমাকে ছাড়া ভালো থাকবে তাদেরকেই নিজের করে নিচ্ছি!
মায়াকে আঘাত হানতে গিয়ে
মনপ্রাণ ভেঙে টুকরো টুকরো করছি।
যেন এক সার্জারি চলছে..
জোর করে প্রতিস্থাপনের চেষ্টা!

ঘড়ি দেখছি , টিক টিক টিক টিক .. সেকেন্ড মিনিট ঘণ্টার কাঁটা দ্রুত গতিতে এগোচ্ছে। সময় কমছে ক্যালেন্ডার হিসাব রাখছে!
এই বুঝি ফেরার হুইসেল বাজলো!
ফিরে যেতে হবে , হবেই..
কেউই থেকে যায় না…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )