নারী
কৃষ্ণা গুহ (কলকাতা)

হে নারী !!
একবার নিজেকে ভালোবাসো,নিজেকে জানো!!
দিনান্তে অন্ততঃ একবার মুখোমুখি হও আরশিতে।
অবহেলা ,অপমান, মলিলতা ….সব সরিয়ে দিয়ে নিজের জন্য বাঁচো, দেখো নিজেকে!!
উপলব্ধি করো পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ সব ছড়িয়ে আছে তোমার সত্তায়।
রাতের আঁচলে উপভোগ করো পূর্ণতার ।
চারিদিকে উলঙ্গ রাজার মেলা আর রাজনীতির খেলা !!
জানি তোমার সীমিত ক্ষমতা ।
একবার ভাবো তুমিই কালি, তুমিই দুর্গা!!
আর থেকো না ব্যস্ত সম্পর্ক চয়নে।
দক্ষিণের জানলা খোলো সময় স্রোতে ভেসে আসুক উন্মুক্ত বাতাস!!
ঘুচিয়ে দিক যত
ঘাত প্রতিঘাত ।
একবার আকাশের দিকে তাকাও ,দেখো নক্ষত্র বাসরে আজ আলোর আলাপন !!
চাঁদের গায়ে ও লেগেছে নিবিড় আবরণ।
হে নারী !! মুক্ত পৃথিবীর বুকে প্রাণ ভরে শ্বাস নাও
চাঁদের আলোর মতন ছড়িয়ে দাও তোমার দৃপ্ত প্রত্যাশা!!
একবার বলো” হে বিধাতা আমারে রেখোনা
বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্রবীনা”।