নীরব কান্নায়

মারুফ খাঁন (উড়িষ্যা)

আমি এই পৃথিবীর জঞ্জালে দগ্ধ
পৃথিবীর সুন্দর অপরূপ অনিন্দ্য
শিশুর কাঁন্না খিদের সেই যন্ত্রণায়
নারী কাঁদে সম্মানের শেষ রক্ষায়
পুরুষও কাঁদে অস্তিত্বের লড়াইয়ে
আমার উষ্ণ শরীর; স্পর্শ তোমার
পরিপূর্ণ পৃথিবী তোমারও আমার॥

জীবনের প্রতি মুহূর্তে ভুল উপপাদ্য
নিত্য নতুন সংগ্রাম;
মৃত্যু ও অবধারিত;
অস্তিত্বের
প্রতিনিয়ত নীরব কান্নায় আমি বিধ্বস্ত
আর — আরও
নগ্নতা আর নগ্নতা!!

করুণ আর্তনাদ ও যখন ভাসে
স্বপ্নে পরিপূর্ণ;
তোমার লেখা লিখে চলেছি কত শত নিষিদ্ধ উপন্যাস।

আমি পৃথিবীর মানুষ রুপী পশুর জঞ্জালে দগ্ধ
শিশুর কান্না!
নারী সম্মান!
পুরুষ অস্তিত্ব!
নীরব কান্নায়!

মুগ্ধতায় দেখি রাত্রি আমার অজস্র স্বপ্ন
নিত্য নতুন সংগ্রাম;
মৃত্যু ও অবধারিত;
অধরা থাকে দু চোখের হাজারও কল্পনা।

প্রতিনিয়ত নীরব কান্নায় তবুও বিধ্বস্ত………

শিশুর যন্ত্রণা নারী সম্মান পুরুষের অস্তিত্ব যেন নীরব কান্নায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )