মার্শাল আর্টস এন্ড একাডেমির উদ্যোগে প্রজেক্ট শক্তির বার্ষিক অনুষ্ঠান

মার্শাল আর্টস এন্ড একাডেমির উদ্যোগে প্রজেক্ট শক্তির বার্ষিক অনুষ্ঠান

কৌশিক ঘোষ, পূর্ববর্দ্ধমান:- পূর্ব বর্দ্ধমানের গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরে আজ দুপুরে মার্শাল আর্টস এন্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে প্রজেক্ট শক্তির অধীনে  বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।রাজ্য সরকারের  সহযোগিতায় মহিলাদের ক্যারাটের  মতো  আত্ম প্রতিরক্ষার বিশেষ প্রশিক্ষণ হয় এই প্রজেক্ট শক্তির শিবিরের মাধ্যমে।আজ এই গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যালয়ে এই প্রজেক্ট শক্তির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম -২ ব্লকের বিডিও  সুস্মিতা দাস,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র, মুখ্য প্রশিক্ষক সেনসি রাণা মন্ডল, স্থানীয় গঙ্গাটিকুরি পঞ্চায়েতের প্রধান গোপাল হাজরা, উপপ্রধান কুশল ভট্টাচার্য, কেতুগ্রাম ২  পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গৌরাঙ্গ ঘোষ,সেনসি বাবুসোনা মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেতুগ্রাম-২ ব্লকের বিডিও সুস্মিতা দাস মহিলাদের সর্বক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।প্রধান শিক্ষক জানান আগামীদিনে ক্যারাটের পাশাপাশি তারা তীরন্দাজীর ও প্রশিক্ষণ করাবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের।সেনসি রাণা মন্ডল জানান গত দুই বছর ধরে তিনি ও তার টিম এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্যারাটে ও মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে আসছেন এবার থেকে আর্চারীর প্রশিক্ষণ চালু হবে বিদ্যালয়ে।বিদ্যালয়ের সকল ক্যারাটে প্রক্ষিক্ষণ রত ছাত্রছাত্রীদের  হাতে সংশাপত্র,ক্যারাটের বেল্ট প্রদান করা হলো।বক্তব্য পেশ,গুণীজন সংবদ্ধনা,ক্যারাটে ও মার্শাল আর্টস প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।এই শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিলে চোখে পড়ার মতো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )