বিবেক সেদিন প্রশ্ন করেছিল

মায়া ঘোষ মাইতি (কলকাতা)

বিবেক সেদিন প্রশ্ন করেছিল —
এতো অন্ধকার কেনো চারিদিকে?
কেনো এত বিশৃঙ্খলা?
নৈরাজ্যৈর চূড়ায় বসে ওরা কারা?

শকুনির পাশার আনন্দ উল্লাস 
 বিচারের বাণী নীরব।

মানুষের অন্তর্ভেদী হাহাকার
অসহায় দিকভ্রান্ত মানুষ
মিছিলের জনস্রোতে
আলোর খোঁজে আশার আলো।

মানবিকতার আলো ঢাকা কেন?

বিবেক আর প্রশ্ন করো না
বড্ড অসহায় লাগে।

গৃধ্র শকুনির দল মানবিকতার দেহ
করেছে কঙ্কালসার,
খুবলে খেয়েছে নৈতিকতা মনুষ্যত্ব
সহানুভূতি সততা মূল্যবোধ,
কঙ্কালে লেগে থাকা মানবিকতার
অতিক্ষুদ্র অবশিষ্টাংশটুকু, কণা মাত্র।
তাই তো সামাজিক অবক্ষয়ের পথ
হয়ে চলেছে মসৃণ।

সত্য ও ন্যায়ের বাণী কতদিন থাকবে অবহেলিত?

মিথ্যা আর পাপাচার যেথা
সত্যেরে করে বিদ্রূপ
ধর্মাধর্মের বেড়াজাল হয়ে যায় ছিন্ন,
মুখ আর মুখোশ করে এক ও অভিন্ন
স্বার্থ সর্বস্ব পিশাচেরা পায়ে পায়ে
ধ্বংস বীজ করে রোপণ
সত্য ও ন্যায়ের পথ অবরুদ্ধ হয়ে পড়ে কু-রূপে।

বিবেক তুমিই তো পারো
আবার আলো জ্বেলে দিতে,
আত্মোপলব্ধিতে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )