(UGC NET-JRF) ২০২৫ সর্বভারতীয় ক্ষেত্রে ১ ম র‍্যাঙ্ক অর্জন করা নিলুফা ইয়াসমিনকে সম্বর্ধনা জ্ঞাপন

(UGC NET-JRF) ২০২৫ সর্বভারতীয় ক্ষেত্রে ১ ম র‍্যাঙ্ক অর্জন করা নিলুফা ইয়াসমিনকে সম্বর্ধনা জ্ঞাপন

বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- ইউজিসি-নেট জেআরএফ (UGC NET-JRF) ২০২৫ পরীক্ষায় বাংলা বিষয়ে ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ১ ম র‍্যাঙ্ক অর্জন করা পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নিলুফা ইয়াসমিনকে আজ সম্বর্ধনা জ্ঞাপন করলো,দক্ষিন চব্বিশ পরগনা জেলার এক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা’র পক্ষ্য থেকে একটি প্রতিনিধি দল তার নিজ বাড়ি পূর্ব বর্ধমান জেলায় কাটোয়ার কেশিয়া পাড়াতে পৌঁছে গিয়ে। আর সেই স্বেচ্ছাসেবী সংগঠনের 

প্রতিনিধি দলে ছিলেন মানবতা সংস্থার সদস্য মো: জাহির উদ্দীন সেখ, সাদস্য কামাল উদ্দিন সেখ, সমাজসেবক তোরন সেখ, শিক্ষক রণেশ দত্ত, ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরাম এর জয়দেব দত্ত, সমাজসেবক মকু সেখ,বাসন্তী পত্র ধর,সৌমিত্র পন্ডিত প্রমুখ। তাঁকে তাঁরা পুষ্পস্তবক উত্তরীয় ব্যাচ এর মাধ্যমে সম্মান জ্ঞাপন করেন। 

উল্লেখ্য দেশের অন্যতম প্রতিযোগিতা মূলক পরীক্ষা নেট জেআরএফ এ বাংলা বিষয়ে সর্বভারতীয় ক্ষেত্রে প্রতম স্থান অধিকার করে আলোড়ন সৃস্টি করে পূর্ব বর্ধমান জেলা কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফা ইয়াসমিন। স্থানীয় সূত্রে পাওয়া খবর পদার্থবিদ্যার শিক্ষক পিতা মোল্লা মহম্মদ বিল্লাল ও শিক্ষিকা মা রওশনারা খাতুন,প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছেন। দুই বোনের বড় বোন ইংরেজি বিষয় নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন সাথে সঙ্গীত চর্চা,দুই বোনের মধ্যে নিলুফা ছোট। পড়াশুনার পাশাপাশি গানের চর্চাও করেন নিলুফা। আত্মপ্রত্যয়, সংকল্পের দৃঢ়তা ও অধ্যাবসায় ফলে যে সাফল্যের চুড়ায় উত্তীর্ণ হওয়া সম্ভব তা দেখিয়েছে বাংলার এই সোনার মেয়ে। 

বাংলা সাহিত্য নিয়েও যে সর্বভারতীয় স্তরে প্রথম হওয়া যায়, তা তিনি করে দেখালেন। বই ও গানের চর্চা করেই জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদনের যোগ্যতা অর্জনে দেশে বাংলা বিষয়ে শীর্ষস্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের কৃতী এই ছাত্রী। বাংলা বিষয়ে সর্বভারতীয় স্তরে ৩ হাজার ৬৮৪ জনের মধ্যে প্রথম হয়েছেন নিলুফা। তাঁর প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল। নিলুফা ইয়াসমিনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন সংস্থা। বাংলায় ১০০ পার্সেন্টাইল পেয়েছেন তিনি, তাঁর এই কৃতিত্বে রাজ্য গর্বিত। সূত্রের খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পদাবলি এবং বিভিন্ন জনগোষ্টীর সঙ্গীতের প্রভাব নিয়ে পিএইচডি করছেন নিলুফা। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবি সে। স্কুল থেকে কলেজ সর্বত্র প্রথমস্থান অধিকার করেছে সে। স্নাতকোত্তরে তৃতীয়স্থান অধিকার করেছে সে। এবার দেশের মধ্যে প্রথম স্থান। নিলুফা জানিয়েছেন, তাঁর সাফল্যের ভাগীদার পরিবার ও কর্মক্ষেত্রের সাথীরা। এর আগেও ২ বার পরীক্ষায় বসেছিলেন তিনি। কিন্তু জেআরএফ পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। গানের প্রতি ভালবাসা অপরিসীম। হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন কর্মক্ষেত্রের সঙ্গীরাই। ফল প্রকাশের পর তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 

নিলুফা ইয়াসমিনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক বাংলার মেধার ইতিহাসে। মানবতা সংস্থার কর্ণধার তথা এই সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা জানান মানবতা সংস্থার পক্ষে তাঁকে ও আরবী বিষয়ে দেশের সেরা হওয়া হুগলি জেলার আরামবাগ মহকুমার হরিংখলার মুফতি মোহাম্মদ শফিউল্লাহ কে গত ১৪ আগস্ট কলকাতায় সম্বর্ধনা জ্ঞাপন করার বন্দোবস্ত করলেও গবেষণার কাজে ব্যস্ত থাকার তিনি বা তাঁর পক্ষে কেউ পৌঁছাতে না পারার ফলে তার বাড়িতে পৌঁছে এ সম্মান জানানো হয়।তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের অনুপ্রেরণা হবে পাশাপাশি নারীদের জন্য বিশেষভাবে অনুপ্রেরণা হবে। আগামীদিনে সে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হোক এই কামনা করি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )