পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী তে শ্রদ্ধাঞ্জলি

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী তে শ্রদ্ধাঞ্জলি

 বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বর্ণপরিচয় তথা সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃতুবার্ষিকী উপলক্ষে শিশুরাম দাস কলেজের সকল ছাত্রীছাত্রী,শিক্ষক শিক্ষিকা রা সুসজ্জিত পদযাত্রার পাশাপাশি,তার প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সরিষা শিশুরাম দাস কলেজের অধ্যক্ষ ড: নীলেশ রঞ্জন মাইতি সহ সকল শিক্ষক শিক্ষিকারা। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে গিয়ে কলেজের অধ্যক্ষ ড: নিলেশ রঞ্জন মাইতি জানান, সমাজের প্রতি তার অবদান ভোলা যায় না, শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার রচিত বর্ণপরিচয় অনবদ্য, ১৫০ বছর আগে তিনি নারী শিক্ষার উপর জোর দিয়েছিলেন এবং নারীদের শিক্ষিত করতে উদ্দ্যোগী হয়েছিলেন। মহাত্মা গান্ধী তার আত্মজীবনীতে বলেছিলেন বাঙ্গালী শিক্ষাবীদ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান করেন। তাঁর কথা আমরা আলোচনা করে নিজেদের সমৃদ্ধি মনে করি। তিনি আরও জানান ঊনত্রিশ এ জুলাই ভারতের নবজাগরণের পথিকৃৎ মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫ তম স্মরণ দিবস উপলক্ষে এদিন শিশুরাম দাস কলেজে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবন্ধুদের নিয়ে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর বিদ্যাসাগরের ছবি নিয়ে একটি সুসজ্জিত পদযাত্রা শিশুরাম দাস কলেজ থেকে শুরু করে সরিষা হাটের মোড় পর্যন্ত গিয়ে আবারও ফিরে আসে কলেজে। এদিন তাঁর চরিত্রের মহৎ গুণাবলী গুলি আলোচনা করেন এবং আগামী দিনে তাঁর চিন্তা ও চরিত্র থেকে শিক্ষা নেওয়ার অঙ্গীকার নিয়ে এই তাৎপর্যপূর্ণ দিনটি পালিত হয় বলে জানান উদ্যোক্তারা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )