
দামোদর নদীর চর থেকে উদ্ধার হল নিখোঁজ গৃহবধুর মৃত দেহ
ফাইনাল এক্সপোজার: রাণীগঞ্জ:- রবিবার সাত সকালে এক গৃহবধূর মৃতদেহ ভেসে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দামোদরের চরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার পুলিশ এবং বাঁকুড়া জেলার শালতোড়া থানার পুলিশ ।পুলিশ জলপথে নৌকার সাহায্যে পশ্চিম বর্ধমানের নদীর তীর থেকে গৃহবধূর মৃত দেহটি উদ্ধার করে।এবং বাঁকুড়ার শালতোড়া থানার পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সন্মেলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট জানা যায়নি। রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাড়ির, বাবলা ডাঙ্গা ও খয়ের ডাঙ্গার স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিনের মতোই এদিন সকালে তারা স্নান করতে এসে মৃত দেহটি নদীর তীরে ভাসতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাড়ির পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গৃহবধুর স্বামী মিন্টু মালাকার (৩২), তবে তিনি কোন কিছু বলতে রাজি হননি। স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মালাকার এবং সুস্মিতা মালাকারের বিয়ে হয়েছিল ছয় বছর আগে , তাদের বছর পাচকের এক ছেলেও রয়েছে। মিন্টু মালাকার তার স্বপরিবার নিয়ে থাকতেন রানীগঞ্জ থানার অন্তর্গত চাপই এলাকায়। কিন্তু গত ২৩ আগস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন তার স্ত্রী অর্থাৎ ওই গৃহবধূ।
মৃত গৃহবধূর নাম সুস্মিতা মালাকার (২৮) ঘটনার কোনো কিছু বলতে নারাজ পরিবার ।
তবে সুস্মিতার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আর্জি জানান সুস্মিতার বাড়ির পরিজনেরা ।