জেতার নেশায় বৃষ্টি
মিষ্টি মণ্ডল (কান্দি, মুর্শিদাবাদ)

কখনও শুনেছ বৃষ্টির আর্তনাদ?
তীব্র হাহাকার,যন্ত্রণা?
ঝঞ্ঝার সাথে বচসায়
সে পরাস্ত হয় বারংবার।
শুনতে পাচ্ছ?
ছাদের ওপর ঐ যে প্রাবল্য!
বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ছাদ ভেদ করে
তোমায় চূর্ণবিচূর্ণতার ইতিহাস শোনাতে চাইছে,
জমা করতে চাইছে কিছু অভিযোগ আর ব্যর্থতার গল্প।
বৃষ্টির শ্রান্তি নেই।
কখনও ক্ষতবিক্ষত শরীরে মুষলধারে আছড়ে পড়েছে ভূপৃষ্ঠে,
কখনও শঙ্কিত হয়ে মন্থরগতিতে আত্মসমর্পণ করেছে,
ঝরে পড়েছে ইলশেগুঁড়ি।
বৃষ্টি হার মানেনা।
ভেঙে যায়,গুঁড়িয়ে যায়।
তবু পুনরায় বৃষ্টি হতেই ফিরে যায় আকাশে,
হেরে গিয়েও জিতে যাওয়ার নেশায়।
CATEGORIES কবিতা