রক্ত সঙ্কটে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হাওড়া জেলা (গ্রামীণ) বিজেপির

রক্ত সঙ্কটে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হাওড়া জেলা (গ্রামীণ) বিজেপির

রিমা ঘোষ, আমতা, হাওড়া:-

প্রতিবছর গ্রীষ্মকালে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের ঘাটতি দেখা যায়। এক বোতল রক্তের সন্ধানে রুগীর পরিবার দিশাহারা হয়ে পড়ে। বিজ্ঞান আজও মানুষের রক্তের বিকল্প আবিস্কার করতে না পারার জন্য মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য দরকার হয় মানুষের রক্তের। তাই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে বিভিন্ন সংস্থা। তাদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট দূরীকরনের লক্ষ্যে ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও দুঃস্থ রোগীদের সাহাযার্থে হাওড়া জেলা (গ্রামীণ) বিজেপি উলুবেরিয়া উত্তর বিধানসভার ১ নম্বর মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয়।

৭ ই সেপ্টেম্বর হাওড়া জেলার আমতা চাঁদনী ( ৬১ বাসস্ট্যান্ড ) সংলগ্ন এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সঞ্জীবন ও লায়ন্স হাসপাতালের ব্লাড ব্যাংক এদিনের রক্তদান শিবির থেকে ৫৮ ইউনিট রক্ত সংগ্রহ করে। রক্তদাতাদের মধ্যে ২৩ জন ছিলেন মহিলা এবং ৩৫ জন পুরুষ।  রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলার পুরসুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ।

এছাড়াও হাওড়ার গামীন জেলা সভাপতি দেবাশিষ  সামন্ত, হাওড়া জেলা (গ্রামীণ) বিজেপি উলুবেরিয়া উত্তর বিধানসভার ১ নম্বর মন্ডলের সভাপতি গৌতম দলুই সহ বিজেপির সক্রিয় নেতাকর্মী ও অন্যান্য সদস্যরা । 

রক্তদান শিবিরে এসে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, পরিস্থিতি উপলব্ধি করে যেভাবে বিভিন্ন সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে তাতে বিষয়টি বেশ উৎসাহব্যঞ্জক। পাশাপাশি নতুন ছেলেমেয়েরা ভয় কাটিয়ে যেভাবে রক্তদান করতে এগিয়ে আসছে তাতে খুব ভাল লাগছে। এরফলে আশাকরি আগামীদিনে রক্তের সঙ্কট অনেকটাই মিটবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )