এভাবেও

সুনন্দা হালদার (কলকাতা)

যেদিন দেখলাম তোমার প্রত্যাশাগুলো
একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে জেনেও –
তুমি আবার নতুন আশায় বুক বাঁধছো,
আমি অবাক হয়ে, ভাবলাম –
এভাবে ও প্রত্যাশারা বাঁচে?

যখন সকল বন্ধন মুক্ত করে,
সবাই অনায়াসে গড্ডালিকা প্রবাহে;
তুমি তখনও আপন গতিতে অবিচল।
লড়াই করে চলেছো পুরনো অভ্যাসে।
আমার মনে একটাই প্রশ্ন –
এভাবেও পথ চলা যায়?

যখন সকল আবেগ ও অনুভূতি
ফেরি হচ্ছে অন্ধকার গলি পথে,
সবাই তুল্যমূল্য শিক্ষার শিক্ষানবিশ।
তুমি তখনও মূল্যবোধের তাগিদে,
অনুভূতি গুলো আঁকড়ে ধরে।
অবাক হয়ে দেখলাম আর ভাবলাম –
এভাবেও অনুভূতিগুলো বাঁচে।

যেদিন দেখলাম সবাই সমভূমির পথে;
অনায়াসেই দিন যাপনের খেলায় মত্ত।
তখন তুমি বেছে নিলে চড়া ই উৎরাই।
সকল কষ্টকে হাসিমুখে করলে বরণ।
অবাক হয়ে দেখলাম আর শিখলাম –
এভাবেও অস্তিত্বের লড়াই চলে।

যখন দেখলাম সবাই মুখ ফিরিয়ে,
স্নেহ, মায়া, মমতার আলগা বাঁধন।
তখন কেবল আমার কথা ভেবে –
দরজা, জানালা বন্ধ অন্ধকার ঘরে
তোমার স্বপ্ন বিহীন রাত্রি যাপন।
আমি অবাক হয়ে ভাবলাম-
এভাবে ও ভালোবাসা যায়?

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )