জঙ্গলের গাছতলায় আবর্জনার স্তূপ থেকে পাওয়া গেলো প্রচুর পরিমানে ভোটারকার্ড

জঙ্গলের গাছতলায় আবর্জনার স্তূপ থেকে পাওয়া গেলো প্রচুর পরিমানে ভোটারকার্ড

কাজল মিত্র: সালানপুর:- গাছ তলে আবর্জনার মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড। আসানসোলের সালানপুর থানা এলাকার ঘটনা।স্থানীয়রা প্রচুর পরিমাণে এই ভোটার কার্ড দেখতে পেয়ে ঘটনার খবর জানানো হয় পুলিশে। স্থানীয়দের দাবি ভুয়ো বলেই এইভাবে ভোটার কার্ডগুলিকে  কেউ বা কারা ফেলে দিয়ে চলে গিয়েছে ।এত পরিমান ভোটার কার্ড গুলিতে ঠিকানা দেওয়া রয়েছে আসানসোলের চিত্তরঞ্জনের। পরে পুলিশ এসে ভোটার কার্ড গুলিকে উদ্ধার করে নিয়ে যায়।সালানপুর থানার লহাট এলাকার একটি জঙ্গলের গাছতলায় আবর্জনার স্তূপ থেকে মেলে ভোটার কার্ডগুলি।

এবিষয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় জানান এ গুলো বিজেপির চক্রান্ত তৃণমূল কে বদনাম করার জন্যে। তবে এই ভোটার কার্ডগুলো বেশির ভাগই চিত্তরঞ্জন এলাকার যেসকল মানুষ মারা গেছে তাদের ভোটার কার্ড বলে জনা গেছে।তবে এবিষয়ে তদন্ত করা হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )